দেবু সিংহ,মালদা: প্রকৃতির ধ্বংসের অবলীলাকে সামনে রেখে এবারের দুর্গাপুজোর থিম গড়ে তুলতে চলেছে মালদা শহরের দুই নম্বর গভর্মেন্ট কলোনির ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরী দুর্গোৎসব কমিটি।
মালদা শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম ওই ক্লাবের দুর্গা পুজো। এবারে ওই ক্লাবের পুজোতে উদ্যোক্তারা পরিবেশ কিভাবে ধ্বংস হচ্ছে তার উপর মূলত থিম করেই মণ্ডপ সাজানোর কাজ শুরু করেছে। পুজো উদ্যোক্তাদের দাবি, এই থিমের মাধ্যমে দর্শণার্থীদের মধ্যে পরিবেশ বাঁচানোর বিষয়ে সচেতনতা প্রচার করা হবে।
ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরীর পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, এবারে তাদের পুজোর ৬৮ তম বর্ষ । দূর্গা পূজোর বাজেট প্রায় ছয় লক্ষ টাকা। মৃৎশিল্পী সজল পন্ডিত দেবী প্রতিমা তৈরি করছেন।
ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরির সম্পাদক সানু দাস জানিয়েছেন, শহর জুড়ে দিনের পর দিন কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে। গাছ কাটা পড়ছে। অক্সিজেনের মাত্রা কমছে। যার ফলে নানান ধরনের রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধছে। গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগান বহুদিন ধরেই প্রশাসনের মাধ্যমে প্রচার করা হয়েছে। কিন্তু এবার আমাদের থিম প্রকৃতির ধ্বংসের অবলীলা। কিভাবে আমরা সমাজের মধ্যে গাছপালা কেটে ফেলছি এবং কংক্রিটের বিল্ডিং তৈরি করছি। এক্ষেত্রে মানুষকে গাছ লাগানো কতটা জরুরি, সেই ব্যাপারে মূলত পূজো মন্ডপে থিম গড়ে তোলা হচ্ছে। যা দেখে অন্তত আমরা সাধারণ দর্শনার্থীদের কাছে সবুজ বাঁচানোর বার্তা তুলে দিতে পারি । সংশ্লিষ্ট ক্লাবের পূজো উদ্যোক্তাদের দাবি, এবারে তাদের পুজো মন্ডপে প্রচুর দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে।