৩ কেজি প্লাস্টিকের বদলে ১ কেজি পেঁয়াজ

Social

নিউজ সোশ্যাল বার্তা,ওয়েব ডেস্ক : পেঁয়াজের মূল্য আকাশছোঁয়া কিন্তু সে পেঁয়াজ যদি পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে ! বর্ধমানের মেমারি ১নং ব্লকের রসুলপুরে শুরু হয়েছে কৃষি মেলা ২০১৯ । এই কৃষি মেলাতে বিভিন্ন স্টল থাকলেও সবার নজর কেড়েছে পাল্লারোড পল্লী মঙ্গল সমিতি ।

পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে এই সমিতিটি ।সমিতির স্টলে ৩ কেজি প্লাস্টিক জমা দিলেই সেখান থেকে দেওয়া হচ্ছে ১ কেজি পেঁয়াজ । উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সন্দীপন সরকার বলেন “সাধারণ মানুষের মধ্যে ভালো সাড়া পাচ্ছি । এর মাধ্যমে যিনি যেখান থেকে এই প্লাস্টিক আনছেন সেই এলাকাটি তো প্লাস্টিকের পরিমাণ কমবে এবং পরিবেশ দূষণ ও কম হবে । প্লাস্টিকের ব্যবহার যে ক্ষতিকারক তার বার্তা ও সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে যাচ্ছে । পেঁয়াজ পেয়ে খুশি আমজনতাও । তাদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ।

Leave a Reply