ভারতের বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বোস এর জন্মজয়ন্তীতে নদীয়ার ফুলিয়ার হস্ত চালিত তাঁত শিল্পী বীরেন বসাকের অসাধারন শিল্পকর্ম

Social

মলয় দে নদীয়া:- নদীয়া শান্তিপুর ফুলিয়া চটকাতলা হস্ত চালিত শিল্পী বীরেন বসাক ৪৫ দিনের অক্লান্ত পরিশ্রমে, হস্তচালিত তাঁতে টু বাই টু কোরা সিল্ক সুতা দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন তাঁর জন্মের ১২৫ বছর পূর্তি উপলক্ষে।

একাত্তরের দেশভাগের পর সীমারেখার এপারে নদীয়ার ফুলিয়া চটকাতলায় উদ্বাস্তু বসাক পরিবারের ঠাঁই হয়। পরিবারের হাত ধরে এদেশে আসা মাত্র ১২ বছরের বালক বীরেনের। পড়াশোনার সাথেই রপ্ত করেছিলো তাঁতের কাজ, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠে জামদানি শাড়ির দক্ষ কারিগর। আশি কেজি পর্যন্ত ওজনের কাপড়ের গাট কাঁধে নিয়ে, দরজায় দরজায় বিক্রি করতেন শাড়ি। আর আজ তিনি ৫০০০ তাঁতির অভিভাবক।

হস্তচালিত তাঁতে, হাতে মাকু ঘুরিয়েই নানা পোর্ট্রেট, প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক বিষয়, ধর্মীয় কাহিনী ছবির মতন ফুটিয়ে তোলেন অসাধারণ শিল্প কর্মের মাধ্যমে। জেলা রাজ্য পেরিয়ে সারা ভারত এমনকি পৃথিবীর বেশ কয়েকটি দেশেও তাঁর শিল্পকর্মের সুখ্যাতি। প্রাক্তন থেকে বর্তমান মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী স্বয়ং তাঁর শিল্পকর্মের গুণমুগ্ধ। কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের শংসাপত্র, শন্ত কবীর অ্যাওয়ার্ড, একাধিক রেকর্ড বুকে নাম, নামী বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি, অবশেষে ২০২১ সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে তুলে দেন পদ্মশ্রী উপহার। আধুনিকতার বিরুদ্ধাচারণ না করলেও, সম্পূর্ণভাবে হস্তচালিত তাঁত বাঁচিয়ে রাখার অদম্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আজও।

Leave a Reply