মানুষের পাশে “ম্যানগ্রোভ ম্যান” ! সুন্দরবনে “যুব ম্যানগ্রোভ মহোৎসব পালন”

News

সোশ্যাল বার্তা : ২০০৯ সালে প্রাকৃতিক বিপর্যয় আয়লা ঝড়ে সুন্দরবন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিধ্বংসী ঝড়ে হাজার হাজার পরিবারের লোকজন আশ্রয়হীন হয়ে পড়েন। সাধারণ মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সুন্দরবনের গোসাবার সাতজেলিয়া দ্বীপের চরঘেরিতের পেশায় শিক্ষক উমাশঙ্কর মণ্ডল। মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর হাইস্কুলের ভূগোল বিষয়ের শিক্ষক তিনি।

সুন্দরবনে ম্যানগ্রোভ গাছ লাগানোর জন্য সাধারণ মানুষের মধ্যে তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে।সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শুরু করেন এই কাজ। সাধারণ মানুষের কাছে সুন্দরবনের ‘ম্যানগ্রোভ ম্যান’ (Mangrove Man) নামে পরিচিত হয়ে ওঠেন তিনি।

কিছুদিন আগেই প্রথম কোন বাঙালি ভারতীয় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ (WWF) -এর ডঃ রিমিংটন পুরস্কার পেয়েছেন। পরিবেশ রক্ষার জন্য ২০১৮ সাল থেকেই এই পুরস্কার দেওয়া হচ্ছে।

এবার তাঁর উদ্যোগেই সুন্দরবনে ১২-১৮ই জানুয়ারি ২০২২ সপ্তাহব্যাপি যুব ম্যানগ্রোভ সপ্তাহ পালন করা হলো।

সুন্দরবন মানুষের জীবনকে কিভাবে রক্ষা করে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন ‘সিওপি২৬’ এর বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন কার্বন প্রশমনে ব্যাপক ভূমিকা রাখছে এবং সুন্দরবনকে ‘কার্বন সিংক’ বলে উল্লেখ করা হয়েছে। সুন্দরবন আশেপাশের এলাকাগুলিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে চলেছে সঙ্গে স্থানীয় জনপদকে প্রতিনিয়ত রক্ষা করছে। পরিবেশে কার্বনের মাত্রা নিয়ন্ত্রণ এবং টিকে থাকার জন্য সুন্দরবন রক্ষা করা সকলের অগ্রাধিকার হওয়া উচিৎ।

জানা যায় , সিওপি২৬ কে সামনে রেখে সুন্দরবনের জলবায়ুগত কার্যক্রমকে গুরুত্ব দিয়ে ১২-১৮ই জানুয়ারি ২০২২ সপ্তাহব্যাপি যুব ম্যানগ্রোভ সপ্তাহ পালন করা হলো।

এই কর্মসূচিতে সাধারণ গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ১০৫০০ টি ম্যানগ্রোভ চারা রোপণ করা হয়। এলাকার ছেলেমেয়েদের মধ্যে
শিখনসামগ্রী বিতরণ করা হয়। মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন এবং গ্রামবাসীদের মধ্যে চাদর,কম্বল ইত্যাদি বিতরণ করা হয়।

উমাশঙ্কর মণ্ডল জানান, সুন্দরবন আমাদের বাঁচায়, আমাদের দায়িত্ব সুন্দরবনকে বাঁচানো। এই বন মানে নিছক গাছপালা নয়; বরং উদ্ভিদ, প্রাণী, কীট-পতঙ্গ ও জীব-অণুজীবের একটি জটিল ও স্পর্শকাতর প্রতিবেশ ব্যবস্থা। স্থল ও জলজ প্রতিবেশের মিশ্রণ। সুন্দরবনের এই স্পর্শকাতরতার ব্যাপারে আমাদের আরও সংবেদনশীল হতেই হবে।

Leave a Reply