নদীয়া থেকে শান্তিপুর বনগাঁ লোকাল ধরে মা চললেন পূজামণ্ডপে

News

মলয়দে নদীয়া:- দীর্ঘ ১০ বছর যাবত নদীয়ার চৌগাছা পাড়ার কুমোর বাড়ি থেকে প্রতিবছর দুর্গাপূজার সময় রওনা দেন ট্রেন পথেই। তবে আগে রানাঘাট পর্যন্ত পৌঁছে তারপর বনগাঁ যেতে হতো, বিগত তিন বছর ধরে শান্তিপুর থেকে চালু হয়েছে সরাসরি বনগাঁ যাওয়ার ব্যবস্থা। তবে গতবছর করো না পরিস্থিতির মধ্যেই একমাত্র টাটা সুমো ভাড়া করে নিয়ে যেতে হয়েছিল ট্রেন বন্ধের কারণে।

এবছর সকাল আটটা আটান্নর ট্রেন ধরতে প্রথম ট্রলি ভ্যানে তারপর আর ৫জন যাত্রীর মতই মা উঠলেন ট্রেনে, তবে পরিবারের কোলে চড়ে। জায়গা একটু বেশি লাগার কারণে উঠলেন ভেন্ডারে। আর তা দেখার জন্য অন্য যাত্রীদের উপচে পড়া ভিড় এই ভ্যানডার কম্পার্টমেন্টে।

৪ ফুট লম্বা ৩ ফুট চওড়ার এ প্রতিমা সড়ক পথে নিয়ে যাওয়ার থেকে রেলপথে নিয়ে যাওয়া অনেকটাই নিরাপদ জানালেন, পরিবারের পক্ষ থেকে।

Leave a Reply