মলয় দে নদীয়া:-সর্বভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দ এবং মাদ্রাসা শামসুল উলুম এর পক্ষ থেকে শান্তিপুর মালঞ্চের মাঠে জনসচেতনতা মূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । বিভ্রান্ত হওয়া সাধারণ মানুষদের অবহিত করা হয় তাদের সচিত্র পরিচয় পত্রে, আধার কার্ডে , বানান বাবার নাম ঠিক রাখার জন্য সংশোধন আবশ্যকীয় এমন কি বলা হয় বিবাহ সংক্রান্ত নিবন্ধীকরণ অতিসত্বর করে নেওয়া প্রয়োজন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আমাদের ক্ষেত্রে এ ধরনের ভীতি প্রদর্শন হিন্দু মুসলিম সম্প্রীতি আরো বেড়ে গেলো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সংগঠনের কি ভূমিকা ছিল তার সুস্পষ্ট ধারণা দেয়া হয়।
আজকের বিক্ষোভ সমাবেশে সবচেয়ে সমোচ্চারিত দীপ্ত কণ্ঠে গর্জে উঠল নো ক্যাব, নো এনআরসি। সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে এ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ জনতার কাছ থেকে জানা যায় বংশ পরম্পরায় একইসঙ্গে বড় হয়ে ওঠা হিন্দু মুসলিম খৃষ্টান জৈন আমরা ভাই ভাই, আজ আমাদের মধ্যে যারা বিভাজন আনছে, আগামীতে মানুষ তাদের জবাব দেবে।