মলয় দে, নদীয়া:- গরমের পারদ সামান্য বাড়তে বাড়তেই, বদল ঘটল আবহাওয়ার। সেদ্ধ হওয়া গরমের মাঝেও, স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর।
আগামী ২ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির আশঙ্কা ঘোষণা করেছিল আবহাওয়া দপ্তর। আর ঠিক সেই কথা মতোই ৪ তারিখ সকাল থেকে আকাশের মুখ ছিল ভার। মেঘাচ্ছন্ন আকাশ। বেলা ১০ টা বাজতেই শুরু হয়ে গেল বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাত। রাস্তাঘাট জনশূন্য।
নদীয়া জেলায় সকাল থেকেই শুরু হয়েছে বর্জ্য বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত। গরমে হাঁসফাঁস করতে থাকা নদীয়াবাসী এবার ভিজবে বৃষ্টিতে। ধীরে ধীরে আরও আবছা হতে শুরু করেছে এবং দমকা বাতাস বইতে পারে। মাঝে মাঝে বজ্র বিদ্যুতের ঝলকানিও দেখা যায়।