পড়ে থাকা অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে ছুটলো সাহায্যের ফেরিওয়ালার সদস্যবৃন্দ

Social

সোশ্যাল বার্তা : মানুষ মানুষের জন্য প্রমান করলো নদীয়া জেলার কালীগঞ্জ ব্লকের যুবক ওসমান, নুরসেলীম, মকবুল,পল্টুরা । পলাশীর স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের ফেরিওয়ালার সদস্যবৃন্দ ফোনের মাধ্যমে শনিবার রাত জানতে পারে কালীগঞ্জ ব্লকের পলাশী ২নং অঞলের আখের মিল বাসস্ট্যান্ডে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে এক ভবঘুরে। নাম-ঠিকানা তিনি কিছুই বলতে পারছেন না ।

সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ভবঘুরেকে নিয়ে যাওয়া হয় কালীগঞ্জ গ্রামীন হাসপাতালে। রোগীর অবস্থা ভালো না থাকায় সেখান থেকে স্থানান্তরিত করা বড় হাসপাতালে। কিন্তু এতো রাতে রোগী নিয়ে যাবেন কি করে ? হাল ছাড়ার পাত্র নয় যুবকরা । ফোন করে পুরো বিষয়টি জানানো হয় কালীগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক কে । কালীগঞ্জের বিডিও নাজির হোসেন সব শুনে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে দেন, স্বস্তি পায় যুবকরা। অ্যাম্বুলেন্সে করেই রোগী শক্তিনগরে নিয়ে যায় সাহায্যের ফেরিওয়ালা গ্রুপের সদস্যরা । রাতেই ভর্তি করা হয় ভবঘুরেকে। রাত ১২ টার পরে বাড়ি ফেরে যুবকরা ।

এই প্রসঙ্গে সাহায্যের ফেরিওয়ালা গ্রুপের অন্যতম ওসমান গনি খান বলেন ” মানুষ মানুষের জন্য, তাই আমরা সর্বদা প্রস্তুত মানুষের কল্যাণে। এছাড়াও আমাদের আর একটি গ্রুপ রয়েছে ইমারজেন্সি ব্লাড সার্ভিসেস গ্রুপ । সারাবছর ধরে রাজ্যজুড়ে আমরা মুমূর্ষ রোগীর বিনামূল্যে রক্তের জোগানের পরিষেবা দিয়ে যাচ্ছি । করোনা এবং এর মধ্যেও প্রতিদিন ৫ টির বেশি রক্তের জোগান দিচ্ছি৷ বিডিও সাহেব কে ধন্যবাদ জানাই অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে দেওয়ার জন্য” ।

Leave a Reply