পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় তৈরি হবে কুড়মি ভবন

Social

নিউজ সোশ্যাল বার্তা, ওয়েব ডেস্ক:    ছোটনাগপুর মালভূমি অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা এবং ঝাড়খণ্ড ও ঊড়িষ্যা রাজ্যে বসবাসকারী কুড়মি জাতি ভারতবর্ষের অন্যান্য আদিম জনজাতিগুলির মধ্যে অন্যতম। কুড়মিদের অভিযোগ তাদের নিয়ে উদাসীন রাজ্য ও কেন্দ্রের সরকার ।

অবশেষে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার  কুড়মি সম্প্রদায়ের দীর্ঘ দিনের প্রত্যাশা পুরন হতে চলেছে। ঝাড়গ্রাম জেলায় তৈরি হতে চলেছে কুড়মি ভবন। কুড়মি ভবনের জন্য জমি পরিদর্শন করেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক আয়েশা রানি, বিধায়ক চূড়ামনি মাহাত, কুড়মি বোর্ডের ভাইস চেয়ারম্যান রথীন্দ্রনাথ মাহাত এবং ঝাড়গ্রাম জেলার অনগ্ৰসর কল্যাণ দপ্তরের আধিকারিক পার্থ চ্যাটার্জি। রাজ্য সরকার দেড় কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের প্রস্তুতি নিয়েছে। এই ভবনে বৈঠক হলের পাশাপাশি কুড়মি সংস্কৃতি নানান বিষয়ক আচার আচরণে ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্রের মিউজিয়াম, গেস্ট হাউস, লাইব্রেরী তে থাকবে কুড়মালি ভাষায় লেখা বই ।

Leave a Reply