মলয় দে নদীয়া:- অন্যান্য বছর আমন ধান ওঠার পর খুশীতে মাতেন কৃষকরা। গোলা ভর্তি ধান, পরবর্তী চাষের অনুপ্রেরণা যোগায়। কিন্তু এ বছর বর্ষা চলে যাওয়ার পরেও তিন ধাপে দুর্যোগ হওয়ার কারণে, বিভিন্ন আনাজ রবি শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক পরিমাণে। আবহাওয়া দপ্তরের আগাম সর্তকতা শুনে থাকলেও দ্বিগুণ অর্থ খরচ করেও কৃষি শ্রমিক মেলাতে পারিনি কৃষকরা। আর তাতেই বিঘের পর বিঘে ফলন্ত ধান স্তুপ করে রেখে বৃষ্টি কমার অপেক্ষায় ছিলেন।
কোন কোন মাঠে এতটাই জল জমেছে যে ১৫দিনের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনো চাষীদের ব্যস্ততা শেষ রক্ষা করার। গো খাদ্য হিসেবে ব্যবহৃত বিচুলি পচন লেগেছে, ধানও অঙ্কুরোদগম হয়ে গেছে। তবুও তা থেকে খুতবা উন্নত মানের চাল বিক্রি করে কিছুটা অর্থ জোগাড় করে সার ওষুধের ঋণ শোধ করা যায় কিনা, তারই শেষ চেষ্টা করে চলেছেন তারা। তবে চাষের বীমা কি জিনিস তা বোঝেন না, অনেকেই।