পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দু:স্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

Social

দেবু সিংহ,মালদা: বিশ্বজুড়ে চলছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস। সারাদিন  রোজা থাকার পরে সন্ধ্যার দিকে নিদিষ্ট সময়ে সবাই করেন ইফতার। কিন্তু আর্থিক দিক দিয়ে সবাই সমান নন তাই রবিবার সকালে মিল্কী জামে মসজিদের তরফে করোনা বিধি মেনে এলাকার গরীব দুস্থ প্রায় ৩০০ মানুষ দের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী ৫০০ গ্রাম সেমাই, ৫০০গ্রাম খেজুর,৫০০ গ্রাম মুড়ি, ১ কেজি চিনি, ২ কেজি ছোলা ইত্যাদি বিতরণ করা হয়। উদ্যোগতারা জানান, মিল্কী জামে মসজিদ তরফে বছরের বিভিন্ন সময়ে গরীব দুস্থদের মধ্যে আর্থিক সহায়তা, অসহায় বিবাহ যোগ্য মেয়েদের আর্থিক সহায়তা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ , শীত বস্ত্র বিতরনের মতো বিভিন্ন সেবামূলক কাজ সম্পন্ন করে থাকেন।

 

এদিন অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মিল্কি জামে মসজিদের চত্বরে দুস্থদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মিলকি ফাঁড়ির ইনচার্জ ফিরোজ সরদার মিল্কি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজাম আলী সহ এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মিল্কি জামে মসজিদের সম্পাদক মোহাম্মদ রবিউল আলম বলেন, এই মহতি মাসে বিভিন্ন এদিন দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply