দেবু সিংহ , মালদা ঃ টিফিনের টাকা থেকে পকেট মানি বাঁচিয়ে লক ডাউনে বিপর্যস্ত দুস্থ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কিছু ছাত্র। তৈরি করল নতুন স্বেচ্ছাসেবী সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা। অঙ্গীকার করলেও মানুষের পাশে দাঁড়াবার । স্বেচ্ছাসেবী সংস্থার নাম দেওয়া হলো “স্বপ্নের হাসি”। জন্ম লগ্নে ই এলাকার সমস্ত দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিতরণ করল চাল ডাল আলু সোয়াবিন লবণ তেল বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস।
মালদা শহরের ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণ কালিতলা এলাকার স্কুল ছাত্রদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। এই লকডাউন পরিস্থিতিতে যারা মানুষের বাড়িতে কাজ করে নিজেদের সংসার চালায় তাদের কথা মাথায় রেখে স্বপ্নের হাসি হাসতে চেয়েছে এই ছাত্র রা।
এলাকার প্রত্যেকের বাড়ির কাজের মাসি বা রান্নার লোকেদের বেছে নিয়েছে তারা। সেই সব পরিবারকে বিতরণ করা হয়েছে যেসব খাদ্যবস্তু গুলি দেওয়া হচ্ছে সেগুলি হল -চাল, ডাল ,আলু, সোয়াবিন, লবণ ,বিস্কুট,সাবান এবং একটি করে মাস্ক এবং এই ত্রান বিতরণ সভাতে উপস্থিত ছিলেন স্বপ্নের হাসি টিমের প্রেসিডেন্ট অর্ক দাস ভাইস প্রেসিডেন্ট অমিও দাস , ঋতনীল মিশ্র সহ সকল সদস্য।