সোশ্যাল বার্তা: অশোকনগর আইপিসিএ এর উদ্যোগে স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজ কল্যাণগড় সুহৃদ সংঘ প্রাঙ্গণে আলোচনা সভা , সংগীত, নৃত্য ,আবৃত্তি এবং দেশাত্মবোধক চলচ্চিত্র “এগারো” – এর মধ্য দিয়ে স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপিত হয় ।
অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন অধ্যাপিকা সীমা ভট্টাচার্য্য ও অনুপ মজুমদারের । আবৃত্তি পরিবেশন করে বিদ্যুৎ মজুমদার, ঈশান সরকার, ঐশী ঘোষ, মমতা মণ্ডল । নৃত্য পরিবেশন করে মঞ্জিষ্ঠা দাস।এইদিন আলোচনা সভায় স্বাধীনতা আন্দোলনে বীর শহীদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সমীর রঞ্জন দত্ত ও ডাক্তার সুজন সেন । তারা বলেন দেশ স্বাধীন হওয়ার পর ১০ বছরে যে যে শিল্প গড়ে উঠেছিল তা আজ বিক্রি করে দেওয়া হচ্ছে, শত শত বীর শহীদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু ৭৫ বছর পর আজকে মানুষের আকাঙ্খা কতটুকু পূরণ হয়েছে ? আজকে সরকারের বিরুদ্ধে কিছু বললেই বা করলেই তাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে । দেশে হু হু করে বেকার বাড়ছে , শিশু শ্রমিক ক্রমেই বেড়ে চলেছে, এদিকে ধর্ম নিয়ে হানাহানি চলছে, সাধারণ মানুষের ভাবনাকে বিপথে পরিচালিত করা হচ্ছে । তারা এও বলেন আমরা অর্থনৈতিক , চিন্তা ভাবনার দিক থেকে স্বাধীনতা আজও পাই নি, সেটা যেদিন পাবো সেদিন মনে হবে সত্যিকারে আমরা স্বাধীন দেশে বাস করছি । তারজন্য দেশের সাধারন মানুষকে গর্জে উঠতে হবে । সেটা দেখিয়ে দিয়েছে কৃষক আন্দোলনে অংশগ্রহণকারী কৃষকরা, কিভাবে নিজের অধিকার অর্জন করতে হয় । তাই বর্তমানে দেশকে যারা বিক্রি করে দেশের মানুষের সর্বনাশ করছে তাদের বিরুদ্ধে রুখে দাড়াবার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন ।
সবশেষে অরুণ রায় পরিচালিত দেশাত্মবোধক চলচ্চিত্র “এগারো” প্রদর্শিত হয় । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যকার তনয় মজুমদার । অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ।