ভারত বাংলাদেশ মৈত্রী সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হলো সমুদ্রসৈকত দীঘায়

Social

সোশ্যাল বার্তা: ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে আত্মিক বন্ধন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার সময়ে ভারতবর্ষের যে বড় অবদান তা আজও স্বীকার করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিঘার সমুদ্র সৈকতের দিঘা উন্নয়ন ভবনে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড ২০২১ সম্মেলন অনুষ্ঠিত হলো। ভারত এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এই অনুষ্ঠানে। ভারত ও বাংলাদেশের প্রায় দুই শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

জানা যায় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে এই সম্মেলন। দুই দেশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা কোভিড পিরিওডে এবং নানান সমাজ মূলক কাজের সঙ্গে যুক্ত থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply