পাট চাষীদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ শিবির

Social

দেবু সিংহ মালদা: পাট চাষীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির হয়ে গেল মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের কর্ম তীর্থ বিল্ডিং এ । কি করে পাট পচালে তার গুণগত মান বৃদ্ধি পাবে এবং চাষিরা বেশি দামে পাট বিক্রি করতে পারবে সে বিষয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি পাটের বীজ রোপন থেকে শুরু করে শেষ প্রক্রিয়া পর্যন্ত কিভাবে চাষ করলে পাটের গুণগত মান বাড়বে সে বিষয়ে আলোচনা করা হয়।
উপস্তিত ছিলেন মালদা ও উত্তর দিনাজপুর জেলার রিজিওনাল ম্যানেজার দেবাশীষ ঘোষ । এবং ব্লক সুপার ভাইজার বিশ্বজিৎ শুকুল।

এদিন কালিয়াচক দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকার বিভিন্ন এলাকার পাট চাষিরা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন এবং আগামী দিনে এই প্রশিক্ষণ শিবির থেকে পাট চাষিরা তাদের পাটের গুণগতমান আরো বৃদ্ধি পাবে বলে আশা করছেন।

Leave a Reply