প্রকৃতির সাথে শিশুদের নিয়ে কর্মশালার আয়োজনে -সাঁই ভাবনা আর্ট এন্ড ক্র্যফট

Social

নিউজ সোশ্যাল বার্তা:  শৈশব যেখানে প্রযুক্তিতে বিদ্ধ, শৈবব হারিয়ে যাচ্ছে শিশুমন থেকে। প্রতিদিনই এরকম নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সমাজকে।প্রযুক্তির সাথে চলতে গিয়ে শিশুমনকে আমরা প্রতিনিয়ত হারিয়ে ফেলছি। শিশুমনে দেখা দিচ্ছে নানা ব্যাধি ও অপরাধ। তাই প্রকৃতির সাথে শিশুদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করেছিলো ” সাঁই ভাবনা আর্ট এন্ড ক্র্যফট ” নামক একটি অঙ্কন শিক্ষাকেন্দ্র। ”

প্রকৃতির কাছে এসো প্রকৃতিকে নিয়ে শেখো” – এরকম কিছু সৃষ্টিশীল ভাবনা নিয়ে কৃষ্ণনগরের কাছে ভান্ডারখোলা, ঘোষপাড়ায় একদিনের একটি কর্মশালার আয়োজন করা হয়। মাটি দিয়ে কিছু হাতের কাজ শেখানো হয় ওই গ্রামের কিছু বাচ্চাকে।

এই প্রথম মাটি দিয়ে কিছু সৃষ্টিশীল কাজ করতে পেরে তারা খুব খুব খুশী। তাদের পাশাপাশি তাদের পরিবার বলে আঁকার পাশে এরকম যদি হাতের কাজ শেখানো হয়, তাহলে ছোটরা তাদের ভাবনায় আরো নতুন কিছু সৃষ্টি করতে পারবে।

স্কুলের তরফে বলা হয় আমরা প্রতিবছরই এরকম হাতের কাজের প্রশিক্ষন দিয়ে থাকি। এবছর আরো অনেক কাজ করবো পরিবেশকে নিয়ে শিশুদের সাথে।

Leave a Reply