হাতে মাত্র কয়েক ঘন্টা জোর কদমে চলছে বিশ্বকর্মা প্রতিমা তৈরির শেষ মূহুর্তের প্রস্তুতি

Social

মলয় দে নদীয়া:- চলতি মাসের ১৭ই সেপ্টেম্বর সারা বাংলা জুড়ে নানান কলকারখানা সহ অনেক দোকান লোহা লক্কড়ের দোকান সহ বিভিন্ন ক্ষেত্রে পূজিত হবেন কারিগরি দেবতা তথা বিশ্বকর্মা দেব।

প্রসঙ্গত, গত দুবছর করোনা আবহ তথা লকডাউনের জেরে বিশ্বকর্মা প্রতিমার বায়না তেমন না পাওয়ায় মাথায় হাত পড়ে ছিল মৃৎশিল্পীদের।
এবছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় মুখে হাসি ফুটেছে মৃৎশিল্পীদের।

নদীয়ার নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর, রাজাবাজার রোড সহ বিভিন্ন মৃৎশিল্পীদের ঘরে বিশ্বকর্মা প্রতিমার শেষ তুলির টান দিতে দেখা গেল,মৃৎ শিল্পী দের।
মৃৎশিল্পী সমীর পাল জানান, প্রস্তুতি ভীষণভাবে তুঙ্গে। কারণ সপ্তাহতেই অর্ডার করা বিশ্বকর্মা প্রতিমা পৌঁছে দিতে হবে নানান জায়গায়। তবে প্রতিমা দাম বাড়ার ক্ষেত্রে কিছুটা বেড়েছে বলেই তিনি জানান।
সব মিলিয়ে দুর্গা পুজোর আগে বাজার ভাল গেলে কিছু টা স্বস্তি পাবে মৃৎশিল্পী রা তা বলাই বাহুল্য।

Leave a Reply