দেবু সিংহ , মালদাঃ- মালদহের হবিবপুর ব্লকের বেগুন বাড়ি এলাকায় এক আদিবাসী পরিবার অসহায় অবস্থার মধ্যে দিন কাটছে। বাবলু হেমব্রম প্রায় ১২ বছর ধরে অন্ধহয়ে রয়েছে। সেই পরিবারে রয়েছে দুই মেয়ে সহ এক ছেলে। অন্ধ বাবলু হেমব্রম (৪৮)তার স্ত্রী ও এক ছেলে ও দুই মেয়ে এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এক বাড়িতে রয়েছে এক ছেলে রাজীব হেমব্রম(৮) মেয়ে কাজলী হেমব্রম (১৩) অর্থিক অনটনে মধ্যে ভুক্তভোগী হয়ে রয়েছে টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছেন না এখনও তাকিয়ে রয়েছে সরকারি সাহায্য দিকে।
এবিষয়ে গ্রামের বাসিন্দা প্রদীপ পান্ডে বলেন বাবলু হেমব্রম প্রায় ১২ বছর ধরে এই ভাবে অন্ধ হয়ে রয়েছে অন্য দিকে তার বাচ্চা গ্লান্ড টি বি রোগে আক্রান্ত হয়ে রয়েছে চিকিৎসা জন্য তাদের কাছে কোনা টাকা নেই ডাক্তার জানিয়েছে তার ছেলেকে কোলকাতা নিয়ে যেতে টাকার অভাবে যেতে পারছেন । তিনি এই গরীবের পাশে একটু সাহায্যের হাতে বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।
পাশ্ববর্তী বাড়ির মালতি হেমব্রম জানায় গ্রামে অনেকেই খাবার দিয়ে যায় কিন্তু বাড়িতে অর্থ উপাজনে এক মাত্র ভরসা তার স্ত্রী লোকের জমিতে কাজ করে সংসার চালাছে কিন্তু কি করে তার অন্ধ স্বামী ও পুত্র চিকিৎসা করর মতো অর্থ না থাকায় চিন্তা পরেছেন শুধু তাকিয়ে রয়েছে সরকারি সাহায্য দিকে।
এবিষয়ে হবিবপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ জানা, জানান তাদের পাশে থাকবেন এবং জেলা প্রশাসনের কাছে এই বিষয় জানাবণ এবং সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া দেন।