মলয় দে, নদীয়া:- নদীয়ার চাকদহের কালীবাজার হাটে দেদার বিক্রি হচ্ছে কচ্ছপ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়ে আমাদের ক্যামেরায়। শুধু চাকদহ নয় ,পরিবেশ কর্মী এবং সচেতন নাগরিকদের দাবি জল শুকিয়ে যাওয়ার কারণে শীতের সময় প্রায়শই বিভিন্ন বাজারে দেখা মেলে বিলুপ্ত এই প্রাণীর। অথচ সাধারণ নাগরিকের প্রদেয় করের টাকায় গঠিত বনদপ্তর এবং প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর থাকলেও, খোলা বাজারে কচ্ছপ বিক্রির বিষয়ে তারা তারা জানেনই না আবার যদি জানানো হয় তাতেও নাকি লিখিত অভিযোগ করতে হবে ভিডিও ফুটেজ সহকারে । সাধারণ মানুষ সচেতন থাকবেন ঠিকই তাই বলে এতো দায়িত্ব পালন করলে, তারা করবেন কি?
এমনটাই, মনে করছেন সাধারণ মানুষ। বিজ্ঞান কর্মীরা জানান, খাদ্য শৃংখল এর প্রত্যেকটি প্রাণী এমনকি কীটপতঙ্গের সমান গুরুত্ব, তাদের রক্ষা করা সরকারই দায় দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু এ বিষয়ে প্রশাসনিক অভিযান খুব একটা লক্ষ্য করা যায় না। স্থানীয় প্রশাসন এই বিষয়ে আরও সক্রিয় হলে রোধ করা যাবে খোলাবাজারে বিক্রিি সংরক্ষিত পশু প্রাণী পাখি।
বিক্রেতা জানিয়েছেন উত্তর ২৪ পরগনা বনগাঁ থেকে এনে কালিবাজার মন্ডল হাটে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার কচ্ছপ বিক্রি হয় হাটের মধ্যেই।
এখন দেখা যাক এর পরে প্রশাসন কি পদক্ষেপ নেয়।তবে জনসাধারণ সচেতন না হলে ফল কতটা মিলবে সেই বিষয়েও সন্দিহান রয়েছে।