বাংলা জুড়ে পালিত হলো ইতু উৎসব । জানুন ইতু পুজোর বিস্তারিত 

Social

মলয় দে, নদীয়া :- অনুষ্ঠিত হলো বাংলার ইতু সংক্রান্তি। অর্থাৎ গতকাল ছিল ইতু পুজোর শেষ দিন । সনাতন ধর্মের এক বিশেষ অনুষ্ঠান এটি , প্রতি বছর অগ্রায়ন মাসের রবিবার ইতু পূজো বা ইতুর বার হিসাবে উদযাপন করবার রীতি রয়েছে প্রায় সমস্ত পরিবারেই । সনাতন ধর্মের ব্যাখ্যা অনুযায়ী এটি সাধারণত সূর্য্য দেবের আরাধনা অর্থাৎ সূর্যের পুজো , আবার একে ইতু নারায়ণের পুজো বলেও অভিহিত করা হয়ে থেকে । সাধারণ ভাবে পিতলের ঘটে বা মাটির ঘটে এই পুজোর আরাধনা করবার রীতি বলবৎ রয়েছে । প্রত্যেকের ঘরে বিশেষ করে প্রত্যেক সাবালক মেয়েদের নাম পিছু একটু করে ঘটের পুজোর আরাধনা করা হয় । এই ঘট সজ্জার উপকরণ গুলি হলো মান কচু, কলমি লতা , হলুদ , আখ , শুশুনী , সোনা ও রুপোর টোপর , জামাই নাড়ু , কাজল লতা , ধূপ , সিঁদুর, ছোলা , মটর প্রভৃতি । অগ্রয়ন মাসের শেষে অর্থাৎ সংক্রান্তি তিথিতে এই ঘটের বিশেষ পুজোর রীতি রয়েছে । অনেকে ঠাকুর মন্দিরে গিয়ে পূজো দেন , আবার কেউ তার নিজ গৃহে এই পুজো করে অপরাহ্নে বাড়ির নিকটস্থ পুকুর বা জলাশয়ে এই ঘট বিসর্জন দেন । এই দিনে শাস্ত্র মতের বিধি অনুযায়ী অখণ্ড কলার পাতায় আতপ চালের ভাত , ঘি , ডাল ভাতে , সৈন্ধব লবণ , আলু সিদ্ধ , মোটর ডাল সিদ্ধ প্রভৃতি আহার করা হয় । গতকাল ইতু পূজার শেষ দিন

অনুষ্ঠিত হলো বাংলার ইতু সংক্রান্তি । অর্থাৎ ইতু পুজোর শেষ দিন । সনাতন ধর্মের এক বিশেষ অনুষ্ঠান এটি , প্রতি বছর অগ্রায়ন মাসের রবিবার ইতু পূজো বা ইতুর বার হিসাবে উদযাপন করবার রীতি রয়েছে প্রায় সমস্ত পরিবারেই । সনাতন ধর্মের ব্যাখ্যা অনুযায়ী এটি সাধারণত সূর্য্য দেবের আরাধনা অর্থাৎ সূর্যের পুজো , আবার একে ইতু নারায়ণের পুজো বলেও অভিহিত করা হয়ে থেকে । সাধারণ ভাবে পিতলের ঘটে বা মাটির ঘটে এই পুজোর আরাধনা করবার রীতি বলবৎ রয়েছে । প্রত্যেকের ঘরে বিশেষ করে প্রত্যেক সাবালক মেয়েদের নাম পিছু একটু করে ঘটের পুজোর আরাধনা করা হয় । এই ঘট সজ্জার উপকরণ গুলি হলো মান কচু, কলমি লতা , হলুদ , আখ , শুশুনী , সোনা ও রুপোর টোপর , জামাই নাড়ু , কাজল লতা , ধূপ , সিঁদুর, ছোলা , মটর প্রভৃতি । অগ্রয়ন মাসের শেষে অর্থাৎ সংক্রান্তি তিথিতে এই ঘটের বিশেষ পুজোর রীতি রয়েছে । অনেকে ঠাকুর মন্দিরে গিয়ে পূজো দেন , আবার কেউ তার নিজ গৃহে এই পুজো করে অপরাহ্নে বাড়ির নিকটস্থ পুকুর বা জলাশয়ে এই ঘট বিসর্জন দেন । এই দিনে শাস্ত্র মতের বিধি অনুযায়ী অখণ্ড কলার পাতায় আতপ চালের ভাত , ঘি , ডাল ভাতে , সৈন্ধব লবণ , আলু সিদ্ধ , মোটর ডাল সিদ্ধ প্রভৃতি আহার করা হয় । এটি ইতু পালুনি বলে সুপরিচিত । আর এই উপলক্ষে বাড়ির মহিলাদের,
ঘটে অঙ্কুরিত বীজ জলে ভাসানোর দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়।
অন্যদিকে এই দিন নতুন আমন ধানের চালের পায়েস ভোগ ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে অনেকই আহার করে থাকেন । যেটা নবান্ন বলে পরিচিত । যদিও সর্বপ্রথম পিতৃপুরুষ , কাক ও দেবতার উদ্দেশ্যে এই অন্ন নিবেদন করা হয় । এই রীতি কাকবলি নামে পরিচিত । আবার সনাতন ধর্মের লোকাচার অনুযায়ী এই দিনেই নতুন গুর সহ সর্বমোট নয় প্রকার ফলের সমাহারে ফলের নবান্ন উৎসর্গ করা হয় নারায়ণের উদ্দেশ্যে । আবার এই দিনেই অনেকেই বাড়ীতে ডালের বড়ি দিয়ে থাকেন , এটি পরিবারের ক্ষেত্রে একটা শুভ লক্ষণ হিসাবে মনে করেন সনাতন ধর্মাবলম্বী রা । তবে উপরিউক্ত সমস্ত কার্যাবলী সম্পন্ন করার বিশেষ দিন হলো ইতু সংক্রান্তির এই বিশেষ দিনই ।

Leave a Reply