নদীয়ায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা উদ্যোগে করোনাকালীন পরিস্থিতিতে তৈরি শিক্ষক-শিক্ষিকাদের সংস্থা কোভিড কেয়ার

Social

সোশ্যাল বার্তা: নদীয়া জেলার কৃষ্ণনগর পৌরসভার  দ্বিজেন্দ্রলাল রায় মঞ্চে শহরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম কৃতী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল শিক্ষক শিক্ষিকাদের একটি দল। জানা যায় করোনাকালীন পরিস্থিতিতে করোনা আক্রান্ত মানুষের সহায়তার জন্য নদীয়া জেলার কৃষ্ণনগরে তৈরি হয়েছিল কোভিড কেয়ার সহযোগিতায় সহমর্মিতায় শিক্ষক শিক্ষিকারা নামে একটি অরাজনৈতিক সংস্থা।কয়েকজন শিক্ষক শিক্ষিকা মিলে সংস্থাটি তৈরি হলেও পরবর্তীতে সদস্য সংখ্যা পৌঁছে যায় প্রায় একশ জনের উপরে।

করোনার সময়ে করোনা আক্রান্ত সাধারণ মানুষের ওষুধ তাদের পরিবারে দৈনন্দিন খাদ্যদ্রব্য শিক্ষক শিক্ষিকারা পৌঁছে দিতেন। ছোট ছোট ছেলেমেয়েদের জন্য শিক্ষা সামগ্রীও বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দিয়েছে এই সংগঠন।

শনিবার কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্রলাল রায় মঞ্চে শহর এলাকার প্রতিটি স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর প্রথম স্থান অধিকারী/অধিকারিণীদের সংস্থাটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। কৃতী ছাত্রছাত্রীদের বই ,পুষ্পস্তবক ও স্মারক তুলে দেন শিক্ষক সংগঠনের সদস্যরা।

উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক ও শিক্ষাবিদ বিদ্যুৎ হালদার, ডা: শ্যামল কুমার ঘোষ সহ অন্যান্যরা।

অনুষ্ঠান প্রসঙ্গে সংগঠনের সভাপতি সঞ্জয় ঘোষ জানান ,”করোনাকালীন পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীদের সহযোগিতার জন্য সংগঠন তৈরি হলেও পরবর্তীতে সাধারণ অসহায় মানুষ এবং ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে চলেছে এই সংগঠন। শিক্ষক শিক্ষিকাদের মিলিত প্রচেষ্টায় এই কাজটি সম্পন্ন করা হলো। ছাত্রছাত্রীরা আগামীতে আরও ভালো ফল করুক এটাই আমরা কামনা করি”।

সংগঠনের সম্পাদক কবি বিজয় লাল এইচএস ইনস্টিটিউট এর শিক্ষক অসীমানন্দ মজুমদার জানান ,”সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরে আমরা গর্বিত। ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের জন্যই আজকের এই সংবর্ধনার আয়োজন”।

শিক্ষক শিক্ষিকাদের মিলিত প্রচেষ্টায় এই কর্মসূচিতে আগত ছাত্রছাত্রীরাও খুব খুশি। শিক্ষাবিদ বিদ্যুৎ হালদারের বক্তব্যে ছাত্রছাত্রীরা উৎসাহিত হয় ।

Leave a Reply