নদীয়া জেলার শক্তিনগর ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির অভিযোগে মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে ডেপুটেশন

News

মলয় দে নদীয়া :- নদীয়ার কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতাল ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি নিয়ে কিছু অডিও ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়। অডিও গুলোতে রক্তের দাম কত সেটা নিয়েও আলোচনা করতে শোনা যায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সচেতন নাগরিকরা।

আজ কৃষ্ণনগর সদরের মোড়ে নদীয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন জমা করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা জানান, জীবনদায়ী এই রক্ত নিয়ে ব্লাড ব্যাঙ্কের কর্মীদের যুক্ত থাকার বিষয় আমরা শুনতে পাচ্ছি। কারা কারা  দুর্নীতির সাথে যুক্ত তার কিছু ভিডিও ও অডিও প্রকাশ পেয়েছে। সারা বছর বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন তাদের নিজেদের মূল্যবান সময় দিয়ে বিভিন্ন সময়ে রক্তদান করে থাকেন। পূর্ণাঙ্গ তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করেন।

Leave a Reply