নদীয়ার রানাঘাটের পৌর প্রশাসকের নামে ফেক আইডি বানিয়ে প্রতারণা

Social

মলয় দে, নদীয়া:- প্রতারণা তাও আবার খোদ রানাঘাট পৌরসভার পৌর প্রশাসকের ফেক অ্যাকাউন্ট থেকে।

ফেসবুকে রানাঘাটের পৌর প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায় এর নাম করে বেশ কিছুদিন আগে একটি ফেক আইডি খোলা হয়। আর তাতেই অর্থের বিনিময়ে নানান সুযোগ সুবিধা পাইয়ে দেবার কথা চলতে থাকে। বিষয়টি জানাজানি হতেই খবর পৌঁছায়
রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি খোঁজ খবর নিয়ে দেখেন, হাসপাতালে ভর্তি আছে বলে তার নাম করে জনৈক ব্যক্তির কাছে টাকা চাওয়া হয় এবং সেই টাকা তিনি দিয়েও দেন। রবিবার তিনি এই ঘটনা পুরো পুলিশ প্রশাসন কে জানান এবং পুলিশ প্রশাসন কে সব কিছু তথ্য দিয়ে জানানো হয়েছে বলেই জানান প্রশাসক ।

Leave a Reply