নদীয়ায় প্রাক্তন কাউন্সিলর এর উদ্যোগে টোটোতেই  অ্যাম্বুলেন্স পরিসেবা 

News

মলয় দে নদীয়া:- প্রশাসক মন্ডলী দিয়ে চলছে পুরসভা, কাউন্সিলরদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই । কিন্তু তাতে কি এসে যায়? মানুষের পাশে থাকার অভ্যাস বদলায়নি এতোটুকু ।বর্তমানে করোনা আবহে পরিস্থিতি খুবই সমস্যার মধ্যে সাধারণ মানুষ ।আর সেই কথা মাথায় থেকে রানাঘাটের প্রাক্তন কাউন্সিলর বিজন সরকার তার প্রচেষ্টায় বিশেষ করে রানাঘাটের মানুষ ও দুঃস্থ মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে এম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য দিনে ও রাতে এমন পরিস্থিতিতে যাতে তাড়াতাড়ি চিকিৎসা হতে পারে তার জন্য বিনামূল্যে এম্বুলেন্স পরিসেবা চালু করলেন।

রানাঘাটে হটাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য যাতে দ্রুত রুগী কে নিয়ে আসা যায় তার জন্য এই পরিকল্পনা । তবে অনেক ব্যয় ভার বহন করতে না পেরে, টোটো কেই বেছে নিয়েছেন তিনি। কিন্তু অ্যাম্বুলেন্সে জায়গা পরিষেবা থাকে সবাই আছে এই টোটোর মধ্যে এমনকি নীল বাতি পর্যন্ত। মাপে ছোট হওয়ায় অলিতে গলিতেও পৌঁছে যাবে এই পরিষেবা বলে জানা যায় ।
এমন উদ্যোগে খুশি রানাঘাটবাসী ।এমন পরিসেবা দিতে পেরে খুশি প্রাক্তন কাউন্সিলর ও তার সঙ্গীরাও।

Leave a Reply