নদীয়ার রাসে শিল্পী হিসেবে আমন্ত্রণে আপ্লুত মদন মিত্র ! ভালো সঙ্গ পেতে ব্রজধাম শান্তিপুরে

News

মলয় দে নদীয়া:- আমার মনে হচ্ছে, ঈশ্বর আমাকে বললেন, অনেক খারাপের সঙ্গে তো থাকিস। এবার কিছুক্ষণ ভালো সঙ্গে থেকে আয়। নদীয়ার শান্তিপুরে এসে সোমবার সন্ধ্যায় বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে দাঁড়িয়ে একথা বললেন বিধায়ক মদন মিত্র।

শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর স্বামীর বাড়িতে দাঁড়িয়ে মদন মিত্র বলেন,’ শিল্পী হয়ে গান গাইতে ইচ্ছা করছে। মা আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে।তুমি শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা আমরা ত্রিপুরাতেও প্রতিবাদ করতে জানি। মন্ত্রী হয়েছি, এমএলএ হয়েছি, শুধু শিল্পী ছিলাম না।এরা শিল্পী মদন মিত্রকে চাইছে। এটা চিরকাল মনে রাখবো। পূর্ণিমা মিলনী থেকে বসন্তকাল শুরু হয়ে গেছে।’

শান্তিপুরের পূর্ণিমা মিলনী ক্লাব শান্তিপুরের রাসের শ্রেষ্ঠ প্রতিমা, মন্ডপ সহ কয়েকটি বিষয় নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক দিয়েছিল শিল্পী মদন মিত্রকে। শিল্পী হিসেবে সেখানে হাজির হয়ে মদন মিত্র শান্তিপুর রাস সম্পর্কে একাধিক বক্তব্য রাখেন। তবে তার মধ্যে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক যিনি বর্তমানে বিজেপিতে সেই অরিন্দম ভট্টাচার্যর নাম উচ্চারণ করে ফেলে, বিষয়টি সামলে নেন। শান্তিপুর শ্যামবাজার বারোয়ারির স্বর্ণ মন্দিরের আদলে পূজামণ্ডপ দর্শন করে বলেন,’ বাংলার সেরা প্যান্ডেল দেখলাম।’ বিজয় কৃষ্ণ গোস্বামী কে মহান সাধক বলে উল্লেখ করে মদন মিত্র বলেন,’ বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে প্রণাম করতে এসেছি। আমি নিজেকে ধন্য মনে করলাম।’

Leave a Reply