মালদায় চরম বিপদসীমা উপর দিয়ে বইছে গঙ্গা

News

দেবু সিংহ, মালদা: মালদায় চরম বিপদসীমা উপর দিয়ে বইছে গঙ্গা। এর জেরে জেলার একাধিক এলাকা প্লাবিত হল। সঙ্গে তীব্র ভাঙনও শুরু হয়েছে একাধিক জায়গায়। একইসঙ্গে ফুঁসছে ফুলহর ও মহানন্দাও। ফুলহর নদীর জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে একাংশ এলাকা। এলাকার বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে, মানিকচক ব্লকের গদাই ও নারায়ণপুর চরের বাসিন্দাদের ঘর-বাড়িতে জল ঢুকে পড়ায় তাঁরা বাঁশের মাচা ও উঁচু জায়গার
আশ্রয় নিয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখন পর্যন্ত ৩৩০ টি পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। বিলি হয়েছে ত্রাণ। ’
Flood data *12/08/2021*
Gauge level at *8:00hrs*
All Level in meter.

Level D.L. E.D.L
Ganga-(Manikchakghat)
*25.38(R)* | 24.69 | 25.30
Fulahar(Teljana)
*27.26(S)* | 27.43 | 28.35
Mahananda(Eng Bazar)
*19.63(R)* | 21.00 | 21.75
*R-* Rising, *S-* Steady, *F-* Falling

Leave a Reply