সবুজ বাঁচাতে কৃষ্ণনগর সমাজ শুদ্ধি দর্পণের সদস্যরা তুললো গাছে লাগানো পেরেক 

News

মলয় দে নদীয়া:- বাস্তু তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভিদ সমূহ। সমগ্র প্রাণীকূলকে কে বাঁচিয়ে রেখেছে তারা। উন্নত মানুষের মতো তারা শ্রেষ্ঠ জীব হতে পারেননি ঠিকই তবে, তাদের দ্বারা সমাজের এতোটুকু ক্ষতি হয় না। আবেগ অনুভূতি শোক আনন্দ বোধ বুদ্ধি হয়তো সবকিছুই আছে। আমরা তাদের মনের ভাষা বুঝতে পারছি না। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বর্তমান সময় পর্যন্ত থাকলে অথবা তার যোগ্য উত্তরসূরি তৈরি হলে হয়তো ইতিমধ্যেই তাও প্রমাণ হয়ে যেত।

বিজ্ঞানী প্রভূত উন্নতি সাধনের ফলে হবেই না যে, এমনটাও বলা যায় না। তবে কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থাকেন যাদের শুভ উদ্যোগে এ পৃথিবীতে সকলের বাঁচার অধিকার আছে তা মনে করেন। তবে সংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্ন থেকেই যায়।

সমাজ শুদ্ধি দর্পণের সদস্যরা গাছকে যন্ত্রণামুক্ত করতে নদীয়া জেলার  কৃষ্ণনগর ডন বস্কো স্কুলের সামনে থেকে রবিবার শুরু হয় কর্মসূচি গাছ থেকে তার পেরেক ব্যানার পোস্টার খোলা।

উদ্যোক্তারা জানান, প্রতিটি মানুষ ন্যূনতম এই সচেতনতার শিক্ষা পেলেই ওরাও প্রাণভরে বাঁচার সুযোগ পায়।

Leave a Reply