মলয় দে নদীয়া:- মধু, বেবি মাসি, রুকসানারা এর আগেও সাধারণ মানুষের মধ্যে মাস্ক এবং সচেতনতা প্রচার করতে এগিয়ে এসেছিলো। ওরা সকলেই তৃতীয় লিঙ্গের।
আজ নদীয়ার শান্তিপুর মতিগঞ্জ ডাকঘর মোর শ্যামবাজার কাশ্যপপাড়া এই রকমই বিভিন্ন জনবহুল এলাকায় তাদের দেখা গেলো রাখি পূর্ণিমা উপলক্ষে পথচলতি সাধারণ মানুষদের রাখি বন্ধনে আবদ্ধ করতে। কর্তব্যরত পৌরসভার সাফাই কর্মী ,প্রশাসন এবং আনাজ বিক্রেতা, বিশেষভাবে সক্ষম বেশকিছু মানুষ সহ সাধারণ মানুষের মধ্যেও রাখি বন্ধনে আবদ্ধ হতে দেখা গেল তাদের।
সমাজের মূল স্তরের সাথে তাদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের এই দৃষ্টান্তে খুশি পথ চলতে সকলে।