দেবু সিংহ,মালদা: নবরূপে সাজতে চলেছে মহানন্দা বাঁধ। ইতিমধ্যে শুরু হয়েছে সংস্কারের কাজ।
রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বাঁধ পরিদর্শন করেন ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক সুমালা আগারওয়ালা।
মালদা জেলার ইংরেজবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের পুলিশ লাইন থেকে রামনগর কাচারি এলাকা পর্যন্ত করা হবে সৌন্দর্যায়ন।
বাঁধের এক ধার ধরে লাগানো হবে বিভিন্ন ধরনের গাছ। সংস্কার করা হবে বাঁধের রেলিং। বাঁধের ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ দোকান এবং ঝুপরি বাড়ি ভেঙে সৌন্দর্যায়নের কাজ করা হবে বলে জানান ইংরেজবাজার পুরো প্রশাসক সুমালা আগারওয়ালা।