দেবু সিংহ,মালদা : মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের উদ্যোগে অনুষ্ঠিত হল করোনা যোদ্ধাদের সম্মান জ্ঞাপন ও শারদ মিলন উৎসব। শনিবার সন্ধ্যায় মালদা শহরের রথবাড়ি সাঁকোপাড়া এলাকায় বানিজ্য ভবনে ওই অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংরেজ বাজার পৌরসভার প্রশাসক সুমালা আগারওয়ালা, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি দেবব্রত বসু, সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম সাহা সহ অন্যান্য আধিকারিক ও ব্যবসায়ীরা। করোনা পরিস্থিথিতে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন এমন কিছু মানুষকে এদিন সম্মান জ্ঞাপন করা হয়। করোনা যোদ্ধা হিসেবে ইংরেজবাজার পৌরসভার ৬ কর্মী, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫ জন নার্স,
পাগলা ঘাট এলাকার ৪ জন স্বেচ্ছাসেবী, ও লোলাবাগ এবং ইংরেজবাজারের ৫ জন স্বেচ্ছাসেবী সম্মানিত হন। এছাড়াও করোনা পরিস্থিতিতে অক্সিজেন সাপ্লাই করেছেন মালদা ওমেন্স কলেজ রোড এলাকার ব্যক্তি গৌতম ঘোষ ।এবং হ্যান্ডিক্রাফট সোসাইটির সদস্যদের সম্মান জ্ঞাপন করা হয়।
এর পাশাপাশি সম্বর্ধনা দেওয়া হয় রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে।