দেবু সিংহ, মালদা : ৪০ ফুটের সরস্বতী প্রতিমা গড়ে সর্বকালের রেকর্ড গড়তে চলেছে মালদার সুকেশী ক্লাব অ্যান্ড লাইব্রেরী। তাদের দাবি, রাজ্য তো বটেই দেশের কোথাও এত উচ্চতার প্রতিমা এখনও পর্যন্ত গড়ে ওঠে নি। লিমকা বুক অফ্ রেকর্ডসে নাম তুলতে চান সদস্যরা। জেলায় দেবী দুর্গা, কালী এমনকী লক্ষ্মীও দীর্ঘ উচ্চতার গড়া হয়েছে। কিন্তু বিদ্যার দেবীই বাদ থাকে কেন। তাই উদ্যোক্তারা এবার জেলায় এই প্রথম তাঁরা ৪০ ফুটের সরস্বতী গড়ার পরিকল্পনা করেন। জানা গেছে, পরিচালনায় সুকেশী ক্লাব অ্যান্ড লাইব্রেরী থাকলেও এই বাগদেবীর পুজো আসলে সর্বজনীন। এলাকার হিন্দু-মুসলিম সকলে একসঙ্গে দেবীর আরাধনায় অংশ নিয়ে থাকেন। ৫৩ বছর ধরে সকলে মিলে এই পুজো করে আসছেন।
মালদা শহর থেকে ১২ কিলোমিটার দূরে ইংলিশবাজার থানার ফুলবাড়িয়া এলাকার ব্রাক্ষ্ণণপাড়ায় এবার দেখা যাবে এই প্রতিমা। উদ্যোক্তাদের দাবি, শুধু জেলায় নয়, গোটা রাজ্য তথা দেশে দৃষ্টি আকর্ষণ করবে তাঁদের পুজো। জানা গেছে, শিল্পী শিতেশ মন্ডল দক্ষতার সঙ্গে প্রতিমার গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী ২৮ জানুয়ারি এই প্রতিমা উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর মন্ডল-সহ অন্যরা। উদ্যোক্তাদের মধ্যে সুমিত ঝা, বলেন, ‘আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই মিলে এই পূজা করে থাকি। জ্ঞান ও বিদ্যার দেবী হচ্ছেন সরস্বতী। তাই আমরা দীর্ঘ উচ্চতার সরস্বতী গড়ার পরিকল্পনা করি। পূজার মোট বাজেট তিন লাখ ছাড়িয়ে যাবে।’ পুজো উপলক্ষ্যে ৭ দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান।
চলবে বিভিন্ন প্রতিযোগিতা। বাংলাদেশের বাউল থেকে গম্ভীরা, নাটক সহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান এই পূজাতে সম্পন্ন হবে।