দেবু সিংহ, মালদা:মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে ২০০৮ সালে হরিশ্চন্দ্রপুর কলেজ স্থাপিত হয়। পূর্বে খেলাধুলায় যে হারে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতো সেই জায়গা অনেকটাই দখল নিয়েছে হাতের মুঠোয় থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এবছর হরিশ্চন্দ্রপুর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হরিশ্চন্দ্রপুর কলেজ ময়দানে।
এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন,হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গাজমির ও হরিশ্চন্দ্রপুর কলেজের অধ্যক্ষ অর্ণব চ্যাটার্জী সহ অন্যান্য অধ্যাপক – অধ্যাপিকা এবং কলেজের ছাত্র-ছাত্রীরা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় দেড়শো জন প্রতিযোগী। এই খেলায় ছেলেদের পাশাপাশি মেয়েরা ও একশো মিটার দুইশো মিটার, চারশো মিটারও আটশো মিটার দৌড়,হাই জাম্প ও লং জাম্প প্রভৃতি খেলায় অংশগ্রহণ করে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গাজমির ও প্রতিমন্ত্রী তাজমুল হোসেন মাঠে দাড়িয়ে থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের উৎসাহিত করেন।