দেবু সিংহ,মালদা: গ্রামের একমাত্র রাস্তার কালভার্ট দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পরিণত ছিলো। যে কারণে চাষিরা ধান উৎপাদন করলেও গাড়িতে করে সেই ধান জমি থেকে বাড়িতে নিয়ে আসতে পারতেন না। এই কালভার্ট সংস্কারের জন্য বহুবার সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ গ্রামবাসীদের।
অবশেষে বাধ্য হয়ে গাজোল ব্লকের বুমকা গ্রামের বাসিন্দারা নিজেদের গাঁটের টাকা খরচ করে অস্থায়ীভাবে কালভার্ট মেরামতির কাজ শুরু করলেন।
স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, গাজোল ১ গ্রাম পঞ্চায়েতের বুমকা গ্রামের যাওয়ার মাটির রাস্তা মাঝেই রয়েছে কালভার্টটি । কিন্তু দীর্ঘদিন ধরে সেই কালভার্টটি ভগ্নদশা অবস্থায় পড়ে রয়েছে। বহুবার সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি। সাইকেল, মোটর বাইক যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হতো গ্রামবাসীদের। এরপরে ওই এলাকার গ্রামবাসীরা নিজেদের টাকা খরচ করে বাঁশ, চাটাইয়ের মাচান করে কালভার্ট সংস্কার করার উদ্যোগ নেয়।
স্থানীয় গ্রামবাসী সুজিত মন্ডল, দেবদাস হালদারদের বক্তব্য , এই গ্রামে অধিকাংশই কৃষিজীবী পরিবার। জমির ফসল ফলানোর পর গাড়ি করে ধান , গম , ভুট্টা, পাঠ বাড়িতে নিয়ে আসা যায় না , শুধুমাত্র বেহাল কালভার্টের জন্য। দীর্ঘদিন ধরেই সমস্যা চলে আসছিল। যার ফলে বাধ্য হয়ে গ্রামবাসীদের নিজেরাই টাকা খরচ করে অস্থায়ীভাবে কালভাট তৈরীর উদ্যোগ নিয়েছেন। আমরা স্থায়ীভাবে কালভার্ট তৈরি দাবি জানিয়েছি।
যদিও এ ব্যাপারে গাজোল ১ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে স্থায়ী কালভার্ট তৈরির আশ্বাস দিয়েছে।