মলয় দে নদীয়া:- প্লাস্টিক বোতলের যথেচ্ছ ব্যবহারের পর ফেলে দেওয়া শিল্পকর্ম তুলে ধরেছে ৩২ বছরে পদার্পণ করা রামনগর কালিতলা আদর্শ ক্লাব। আদি থেকে অনন্ত সূরা থেকে বর্তমান মদ বনেদি বাড়ি থেকে ফুটপাত সর্বনাশা মদের নেশার শেষ পরিণতি তুলে ধরেছেন তারা। উদ্যোগে এবং শিল্পী প্রশান্ত কাষ্ঠ বলেন, আগত দর্শনার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলাই মূল লক্ষ্য।
তেলিপাড়া তিমাথা আমরা সবাই ক্লাব ১৯৭২ সাল থেকে পুজো করে এসে এ বছর ৫০ বছরে পদার্পণ করেছে। গতবার করো না পরিস্থিতির কারণে অনেকটাই ম্লান হয়ে ছিল সমস্ত পুজো তবে এ বছর স্বাস্থ্যবিধি মেনে ৫০ বছর উপলক্ষে সাবেকি বনেদি বাড়ির হাল হকিকত খোলা মঞ্চে উপস্থাপিত করেছেন তারা।
কলকাতার শিল্পী অভিজিৎ ঘটকের মস্তিষ্কপ্রসূত মন্ডপ ঠাকুর লাইট সবটাই, দর্শনার্থীদের সাবেকি যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিছুক্ষণের জন্য। সৃষ্টি হয়েছেএক রাজকীয় পরিবেশ। মন্ডপ ঠাকুর সমস্ত উপাদানেই অসাধারন শিল্পকর্ম দর্শনার্থীদের নজর কেড়েছে।