মদন মাইতি,দীঘা: আমফান ও ইয়াসের ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়িয়েছে দিঘা সহ পূর্ব মেদিনীপুর। তার মাঝেই আবারও ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। এবার ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে আগাম সতর্কবার্তা জারি করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। আছড়ে পড়তে পারে দীঘা সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাতে। স্বাভাবিকভাবে সৈকত শহর দীঘা জুড়ে জারি করা হয়েছে করা সর্তকতা। ঘূর্ণিঝড় মোকাবেলায় সতর্ক রয়েছে প্রশাসন। শুক্রবার সকাল থেকে সৈকত নগরী দীঘায়, দীঘা থানার পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। পর্যটকদের সমুদ্রস্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী তিনদিন দীঘা বেড়াতে আসা পর্যটকদের কোনমতে সমুদ্র স্নান করা যাবে না। অনেক পর্যটক হোটেল থেকে বাড়ি করার জন্য রওনা দিয়েছেন। যে সমস্ত পর্যটকরা দীঘায় রয়েছে তাদের হোটেল থেকে বাইরে না বেরোনোর সর্তক করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলায় দিঘা শহর সহ উপকূলীয় এলাকা জুড়ে নামানো হয়েছে বিপর্যয়ের মোকাবিলা বাহিনী । তারাও উপকূলবর্তী এলাকায় রুটমাচ শুরু করেছেন। মাইকিং করে পর্যটকদের সচেতন করছেন।