সোশ্যাল বার্তা : ফুল উৎপাদনে অগ্রনী জেলা গুলির মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা বিশেষভাবে উল্লেখযোগ্য।এই জেলায় গোলাপ, রজনীগন্ধা, বেল, জুঁই, গাঁদা, মুরগাই,এ্যাষ্টার,দোপাটি,গ্ল্যাডিওলাসের মতো লাভজনক যেমন ফুল উৎপাদন হয়, পাশাপাশি বিশেষ সময়ে লাভজনক ফুল হিসেবে জবা, অপারাজিতা, পদ্মের চাষও এই জেলায় উৎপাদন হয়ে থাকে।অন্যান্য ফুল সারাবছর চাষিরা যেমন দাম পেয়ে থাকেন,তবে জবা,অপরাজিতা ফুলের ক্ষেত্রে কালীপূজোর সময় একটু বেশী মূল্য পেয়ে থাকেন কৃষকেরা।সামনেই কালী পূজো,তাই এই সময়ে জবা এবং অপরাজিতা ফুল চাষিদের মুখে কিছুটা হাসি।যেহেতু কালী পূজো সামনে তাই ফুলের দাম বেশ চড়া।
গতকাল জবা ফুল ৪০০ টাকা হাজার হিসেবে বিক্রি হয়েছে।তবে কালী পূজোর দিন ১০০০ টাকার হাজার হিসেবে বিক্রি হতে পারে এমনটাই মনে করছে কোলাঘাট ফুলবাজার পরিচালন কমিটি।মোটের ওপর প্রতি জবা ১ টাকা পিস হিসেবে বিক্রি হবে এমনটাই মনে করা হচ্ছে।যার ফলে পূর্ব মেদিবীপুরের কোলাঘাট,শহিদ মাতঙ্গিনী,পাঁশকুড়া এবং পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলার জবা ও অপরাজিতা চাষিরা।মূলত পদর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও দেউলিয়া ফুল বাজারে বহু চাষি আসেন তাদের উৎপাদিত ফুল নিয়ে।সারা বছর এই সমস্ত চাষিরা হাঁসিমুখে বাড়ি না ফিরলেও, আসন্ন কালীপূজোর সময় বাজারে ফুলের দাম থাকার জন্য চওড়া হাসি থাকে এই সমস্ত চাষিদের।