রাসের টান ! প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই চাকদহ  থেকে মহিলা, কলকাতা থেকে কাঁধে পুত্রসম গোপাল নিয়ে ঘুরলেন মণ্ডপে মণ্ডপে ব্যতিক্রমী রাস যাত্রী

News

মলয় দে নদীয়া:- আবেগ অনুভূতি আনন্দ-উচ্ছ্বাস কোন কিছুই বাধা হতে পারে না। তাই ব্যতিক্রমি রাস যাত্রী হিসেবে, আমরা তুলে ধরলাম এমন এক বীরঙ্গনা সাহসী মহিলার কথা যিনি শারীরিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে শান্তিপুরের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখে বেড়াচ্ছেন বিশেষ ধরনের সাইকেল চালিয়েই। তিনি জানান চাকদহ নিমতলায় তার বাড়ি, শারীরিক সমস্যা তৈরি হওয়ার অনেক আগে ছোটবেলায় একবার এসেছিলেন পরিবারের সাথে শান্তিপুরের রাস দেখতে। তারপর থেকে প্রতিবার এই দিনে রাসের রস আস্বাদন করার ইচ্ছা থাকলেও, পারিবারিক অর্থনৈতিক পরিস্থিতি এবং শারীরিক সমস্যার কারণে তাকে কেউই নিয়ে আসেন নি। তবে এবার তিনি সাহস করে একাই বেরিয়ে পড়েছেন অদ্বৈত আচার্যর নাম স্মরণ করে। বড় গোস্বামী বাড়িতে রাস যাত্রীদের জন্য অস্থায়ী থাকার শিবির এবং খাওয়া দাওয়ার আয়োজনে অনেকটাই বাড়তে সাহস যুগিয়েছে তাকে।

দ্বিতীয় ব্যতিক্রমী রাস যাত্রী হলেন, কলকাতা সায়েন্সসিটি থেকে আসা জয়ন্ত দাস। তিনি পেশায় কাঠের কাজ করেন অনেক ছোটবেলায় বাবা মারা যান, এক মাসতুতো ভাইয়ের সাথে থাকেন তিনি। ধর্মীয় কোন সংস্থার সাথে যুক্ত না থাকলেও পুত্রসহ ধাতব গোপাল মূর্তি তার প্রাণ। তাই দূরে যেখানেই যান, গোপালকে তালা চাবি তে না আটকে, নিজের কাঁধে চাপিয়ে বিভিন্ন দরকারি কাজ সামলান। শান্তিপুরে রাসের কথা তিনি শুনেছেন তবে এই প্রথম চাক্ষুষ করতে আসা তার শান্তিপুরে থাকা এক বন্ধুর আমন্ত্রণে। এখানেও কাঁধে গোপাল নিয়ে বন্ধুদের সাথে বিভিন্ন বিগ্রহ বাড়ি বারোয়ারি প্রতিমা মন্ডপ দর্শন করছেন। থাকবেন আরো দুদিন, গোপালের সেবা বলতে নারকেলের নাড়ু মিষ্টি নানান ফলমূল, তবে দুপুরে একবার অন্ন সেবা করে থাকেন তিনি।

Leave a Reply