মলয় দে নদীয়া :-দত্তপাড়া কলোনি নটরাজ ক্লাব ৪৩ বছর ধরে রাস উৎসবের শোভাযাত্রায় একাধিকবার পুরস্কৃত হয়েছে। কিন্তু গত বছর কোভিদ পরিস্থিতির কারণে শোভাযাত্রা থেকে নিজেদের বিরত রেখে এমনকি পুজো উপলক্ষে বাজেট কিছুটা কমিয়ে রক্তদান এবং অন্যান্য সামাজিক কাজে ব্রতী হয়েছিলেন সদস্যরা। এবার আগেভাগেই তাদের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে শোভাযাত্রা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবেন তারা, অর্থাৎ ভাঙ্গা রাসের পরের দিন দিনে শুধুমাত্র প্রতিমা নিরঞ্জন করবেন।তবে শোভাযাত্রা ছাড়াই। আর এর ফলে উদ্বৃত্ত অর্থ একশ কুড়িজন প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে শীতের প্রারম্ভে কম্বল বিতরণ করেছেন তারা।
এই উপলক্ষে আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বৃন্দাবন প্রামানিক শান্তিপুর পৌরসভার প্রশাসক সুব্রত ঘোষ সহকারি প্রশাসক শুভজিৎ দে সহ বিশিষ্টজনেরা। এলাকার মানুষকে খুশি রাখতে স্থানীয় ক্ষুদে শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন বলেই জানিয়েছেন তারা। শহরের মধ্যে হলেও অত্যন্ত কম জনবসতিপূর্ণ এলাকা এবং আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষের বাস এই এলাকায় তাই তাদের কাছ থেকেও চাঁদা বাবদ কোন অর্থ ধার্য করেনি পুজো কর্তৃপক্ষ। অনেকেই সহযোগিতা করেছেন, আর তাদের সহযোগিতা প্রান্তিক মানুষদের সহযোগিতা লাগিয়েছেন। তাদের এ ধরনের সিদ্ধান্ত সাধুবাদ জানিয়েছেন প্রশাসন থেকে শুরু করে পৌরসভার প্রশাসকগণ।