সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণের জেরে চলছে আংশিক লকডাউন । বিশেষ করে ট্রেনের হকার, বাসের হেলপার, কন্ডাক্টর,স্টেশনে দোকান নিয়ে বসা মানুষগুলি বড় অসহায়।
নদীয়া জেলার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতান এর উদ্যোগে শুক্রবার স্টেশনের পাশের রেলবস্তিতে শুকনো খবার চিঁড়ে, মুড়ি, মুড়কি,মোমবাতি দেশলাই সহ মহিলাদের ন্যাপকিন বিলি করে।
সংস্থার সভাপতি অরিন্দম দেব জানান “বর্তমানের এই কঠিন পরিস্থিতি অনেক মানুষ তাদের পেশা পরিবর্তন করেছে কেউবা কাজহারা তাই আমাদেরই সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে”।
সংস্থার সদস্য অনুপ দেবনাথ বলেন “নিজেদের সংসারই ওনাদের চলছে না। তাই মহিলাদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই ন্যাপকিন বিলি করা হল”।