মলয় দে, নদীয়া : -ঐতিহ্য পূর্ণ রাস যাত্রার বিশেষ আকর্ষণ বেলয়ারী ফানুস । কাঁচের বেলোয়ারী ফানুস এক সময় এই বিগ্রহ পরিবার গুলিতে আসতো বেলজিয়াম থেকে । কারণ বেলজিয়ামের কাঁচ শিল্প ছিল পৃথিবী বিখ্যাত । তবে মূলত ব্রিটিশ আমলে এই বেলজিয়াম ফানুসের প্রবল রমরমা বৃদ্ধি পায় বলেই
ইতিহাস সূত্রে জানা যায় শান্তিপুরে প্রত্যেকটি বিগ্রহ পরিবারের বিগ্রহ ফানুস গুলির বয়স গড়ে প্রায় দুইশত বছরের বেশি । শান্তিপুর বড়ো গোস্বামী, মঠবাড়ী, খাঁ বাড়ি , পাগলা গোস্বামী , মধ্যম গোস্বামী, চাকফেরা , মদন গোপাল , বাঁশ বুনিয়া গোস্বামী , বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভৃতি প্রত্যেকটি বিগ্রহ পরিবারের ফানুসের বয়স দুইশত বছরের বেশি । তবে মদনগোপাল ও বিজয় কৃষ্ণ পরিবারের ফানুস সাড়ে তিনশো বছরের বেশি বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে । তবে ফানুসের অন্যতম বিশেষ সাজ সজ্জা পরিলক্ষিত হয় মঠ বাড়ি ও দিন দয়াল ঠাকুর বাড়ি । এদের পরিবারের কোনো ইলেক্ট্রিকের আলো ব্যাবহার নেই ,সেটাই একটি তাৎপর্যের বিষয় । সম্পূর্ণ অন্ধকারের মধ্যে অসাধারণ শোভাবর্ধন করে বিগ্রহর তৈরি হয় এক স্বর্গীয় পরিবেশ। তবে এই বছর আশা নন্দ বিগ্রহ পরিবারে ইলেকট্রিক ছাড়া ফানুসের সাজ হচ্ছে এবং এই ধরনের সাজ এবছর থেকেই প্রথম হচ্ছে বলে জানালেন তাদের বিগ্রহ বাড়ি থেকে ।