মলয় দে, নদীয়া:- ভারতবর্ষের প্রাচীন জনজাতি আদিবাসী সম্প্রদায় প্রায় দিনে দিনে হারিয়ে যেতে বসেছে। স্বাধীনতা আন্দোলনেও আদিবাসী সমাজের অবদান অনস্বীকার্য। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে ২৬ দফা দাবি নিয়ে নদীয়া জেলা প্রশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় ।তার আগে কৃষ্ণনগর পোস্ট অফিসের মরে রাস্তার উপরে তারা এক অনুষ্ঠানের আয়োজন করেন। যে অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায় মানুষ নাচ গান পরিবেশন করেন।
পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের নদীয়া জেলার সম্পাদক পেশায় শিক্ষক শ্যামল কুমার টপ্পো জানান “স্বাধীনতার এত বছর পরেও আদিবাসীরা কেন এত পিছিয়ে, কেন তাদের সুযোগ সুবিধা কম, এখনো পর্যন্ত তাদের ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা সম্পন্ন করা হয়নি।আদিবাসীদের জল জঙ্গল জমে সব প্রায় হারিয়ে যেতে বসেছে, আদিবাসী সম্প্রদায় কে কার্যত পিছিয়ে রাখা হয়েছে। অনেক দাবি-দাওয়া নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হলো এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাবো ভবিষ্যতে সরকার যেন সহানুভূতিশীল হয়ে আমাদের পাশে থাকেন এবং ভবিষ্যতে আদিবাসী সম্প্রদায় যেন উন্নতি লাভ করতে পারে”।