পঞ্চমীর সন্ধ্যায় রাজ্যজুড়ে প্রতিটি জেলায় ভার্চুয়ালি দুই শতাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

News

দেবু সিংহ,মালদা- পঞ্চমীর সন্ধ্যায় রাজ্যজুড়ে প্রতিটি জেলায় ভার্চুয়ালি দুই শতাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা জেলার দুইটি ডিভিশন মিলিয়ে বারোটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ইংরেজবাজার সদর মহাকুমায় দশটি ও চাঁচোল মহাকুমায় দুইটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন তিনি। তারমধ্যে ইংরেজবাজার শহরের সাতটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন হলো এ দিন।

অনিক সংঘ ক্লাব এর ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র ও জেলা পুলিশ সুপার অলক রাজরিয়া সহ জেলা পুলিশ প্রশাসনের একাধিক কর্তা আধিকারিকেরা। এছাড়াও মালদা শহরের আরো ৬ টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা শহরের বেলতলা ক্লাব, মহানন্দা ক্লাব, ইউনাইটেড ব্যাংক, ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, মালদা শিবাজী সংঘ ও মালদা কৃষ্ণ কালিতলা কল্যাণ সমিতির পুজোর ভার্চুয়ালি উদ্বোধন হয়। এদিন অনেক সংঘ প্রাঙ্গণে ভার্চুয়ালি উদ্বোধন শেষে করণা থেকে মানুষকে সচেতন করতে মাস্ক স্যানিটাইজার বিলি করেন জেলা শাসক ও জেলা পুলিশ সুপার।

Leave a Reply