মলয় দে, নদীয়া :- কার্যত লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ভারতমাতা কিচেন শান্তিপুর টাউন ১ বিজেপি ও শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের উদ্যোগে। বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ শান্তিপুর বঙ্গীয় পুরান পরিষদে এই ভারতমাতা কিচেন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য।
এ বিষয়ে শান্তিপুর টাউন ওয়ান বিজেপির সভাপতি বিপ্লব কর বলেন, ২০২০ সালে টানা লকডাউনের মধ্যে সাধারণ মানুষের সেবায় কাজ করেছে ভারতীয় জনতা পার্টি। আমরাই পৌঁছে দিয়েছি আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের সাধারণ মানুষের মধ্যে দুপুরের খাবার। এবার ২০২১ এর কার্যত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে শান্তিপুরের প্রায় কয়েক শো লেবার শ্রেণী পরিবার তাই তাদের মুখে একবেলা অন্ন তুলে দিতে আমাদের এই উদ্যোগ। তবে সম্পূর্ণ সহযোগিতা করেছে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য তিনি গতবার লকডাউনে যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করেছে তা আর বলার বাকি থাকে না তাই শান্তিপুরের বিজেপি কর্মীদের মধ্যে সমস্ত জল্পনা উড়িয়ে আবারো একসাথে হাতে হাত রেখে সাধারণ মানুষের সেবাই রাস্তায় নামলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য। আমরা তাকে স্বাগত জানাই এবং আগামী দিনে যেকোনো লড়াইয়ে একসাথে কাজ করব বলে অঙ্গীকারবদ্ধ হই।
এবিষয়ে তারা এও জানান আজকে প্রায় ৫০০ টি পরিবারের খাবারের আয়োজন করেছি আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব এই ভারতমাতা কিচেন এর খাবার।
বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর জানান, শান্তিপুরের মানুষ ঘরের ছেলে বানিয়েছিলো আমায়, তাদের ভালোবাসা বিশ্বাসের মর্যাদা দিতে অতীতেও দুর্দিনে তাদের পাশেই ছিলাম আজও আছি আগামীতেও থাকবো।