জেনে নিন কলাবউ প্রসঙ্গে অজানা কিছু কথা

News

মলয় দে, নদীয়া :- কলা বউ বা নবপত্রিকা হলো দশভূজা র অপর আর এক রূপ । নিয়ম অনুযায়ী কোথাও ষষ্ঠীর দিনে বা কোথাও সপ্তমীর দিনে নবপত্রিকার স্নানের নিয়ম রীতি বলবৎ রয়েছে । সেই কারণেই প্রথা অনুযায়ী অনেক গৃহস্থ পরিবার এবং বেশ কিছু বারোয়ারি পুজো কমিটি কে গঙ্গার ধারে কলা বউ এর স্নানের উদ্দেশ্যে দেখতে পাওয়া গেলো । সাধারণ ভাবে অনেকে কলা বৌ বা নবপত্রিকা কে গণেশের পাশে অবস্থান দেখে একে গণেশের বউ হিসাবে ভেবে থাকেন , কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল । প্রকৃত অর্থে নব পত্রিকা বা কলা বৌ হলো মা দুর্গার বৃক্ষ রূপ ।

পুরান মতে কৃষিপ্রধান দেশে বঙ্গ সমাজে শস্য দায়ীনি ধরিত্রী মাতার আরাধনায় হলো নবপত্রিকা র পুজো । কথিত আছে নব দুর্গার মোট নয় টি রূপকে প্রাধান্য দিয়ে নয় টি বিভিন্ন গাছের অংশ নিয়ে তৈরি হয় নবপত্রিকা । এতে থাকে কলা গাছ, কালো কচু গাছ , মান কচু গাছ , হলুদ, জয়ন্তী , বেল , ডালিম, অশোক ও ধান গাছের অংশ । হিন্দু ধর্মাবল্বীদের মতে মূলত পবিত্র গঙ্গা থেকে নবপত্রিকা কে স্নান করানোর নিয়ম রয়েছে ।
এই নব পত্রিকা স্নানের জন্য লাগে তেল ,হলুদ , অস্ট কলস , পঞ্চ রত্নের জল , পঞ্চ অমৃত, পঞ্চ শস্য , পঞ্চ গব্য , পঞ্চ কষায় , বৃষ্টির জল, ডাবের জল , শিশির, সমুদ্রের জল, তীর্থের জল, আখের রস, বরাহ দন্ত মৃত্তিকা , বেশ্যা দ্বার মৃত্তিকা , সর্ব ঔষধি , মহা ঔষধি, চতুষ্পদ মৃত্তিকা , পদ্ম রেনু , চন্দন এই দ্রব্যগুলো দ্বারা স্নান করিয়ে কলা গাছের সাথে উক্ত নয় রকম গাছের বন্ধন করে লাল পাড়ের শারি পরিয়ে গণেশের পাশে অধিষ্ঠিত করা হয় । এটাই কলা বৌ বা নব পত্রিকা নামে সুপরিচিত । ।

Leave a Reply