চাকদহ কলেজের সুবর্ণজয়ন্তী বর্ষে স্বাস্থ্য পরীক্ষণ শিবির

News

মলয় দে, নদীয়াঃ- নদীয়ার চাকদহ কলেজের সুবর্ণ জয়ন্তী বর্ষের দ্বিতীয় দিনে চাকদহ কলেজ আয়োজিত চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে সহযোগিতায় লোধা কলোনির ৮৫টি পরিবারের তিনশতাধিক সদস্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।

উপস্থিত হলেন রাজ্যের কারিগরি ও শিক্ষা দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবির। এছাড়াও ছিলেন কলেজের প্রিন্সিপাল ডঃ স্বাগতা দাস মহন্ত, চাকদা স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ ইন্দ্রানী ঘোষ। মন্ত্রী কে কাছে পেয়ে, লোধা পরিবারের সদস্যরা তাদের দাবি-দাওয়া জানালেন। লোধা পরিবারের সদস্যদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা শুনে মন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন। মন্ত্রীর আশ্বাস পেয়ে মূলত খুশি সদস্যরা।

Leave a Reply