ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের ব্যাপক ক্ষতিগ্রস্ত তাজপুর, সুদূর ভাঙ্গড় থেকে ত্রান বিলি

News

পূর্ব মেদিনীপুর:-গত ২৬ শে মে অর্থাৎ বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দীঘা, শঙ্করপুর তাজপুর, মান্দারমনি সহ একাধিক উপকূলবর্তী এলাকা। বেশ কয়েকদিন ধরেই সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতে ত্রাণ বিলি করছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন। তাজপুর সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাঁধ ভেঙ্গে গোটা এলাকায় জল ঢুকে কার্যত বিপর্যস্ত এলাকার মানুষ, এখনো বহু মানুষ আশ্রয় নিয়েছে রেসকিউ সেন্টার গুলিতে। খবর পেয়েই ত্রাণ নিয়ে ছুটে আসেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গড়ের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান ভাঙ্গড় ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরাবুল ইসলাম। নিজে দাঁড়িয়ে থেকে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মানুষদের হাতে তুলে দেন ত্রাণ। এদিন তাজপুরে এসে তিনি বলেন ঘুনি ঝড়ের তাণ্ডবে যে ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন রেস্কিউ সেন্টারে,

প্রাক্তন বিধায়ক এর আহবানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভাঙ্গড় ১ ব্লক তৃণমূল সভাপতি ওয়েদ আলী শেখ। ছোটবেলা থেকেই তিনি মানুষের সাহায্যার্থে মানুষের পাশে থাকেন, বাড়িয়ে দেন সহযোগিতার হাত। এদিন তাজপুর এসে এমনটাই বললেন ভাঙ্গড় ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এদিন এলাকার মানুষদের হাতে চাল, ডাল, সোয়াবিন, মুড়ি, বিস্কিট, মাক্স স্যানিটাইজার সহ ছোট ছোট ছেলে মেয়েদের জামা কাপড় ও গ্রামের মহিলাদের জন্য পরনের শাড়ি দেওয়া হয়। এদিন পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র। এদিন এলাকার মানুষদের উদ্দেশ্যে শম্পা মহাপাত্র বলেন,সুদূর ভাঙ্গড় থেকে এসে পূর্ব মেদিনীপুরের তাজপুর উপকূলে ত্রাণ বিতরণে যথেষ্ট উপকৃত হয়েছে এলাকার মানুষজন।

Leave a Reply