নদীয়ার শান্তিপুরে ভাগীরথী তীরবর্তী বিহারিয়া মঠ পাড়ায় আবারো গঙ্গা ভাঙ্গন

News

মলয় দে, নদীয়া :- ভোট পর্ব সমাপ্ত হয়েছে সদ্য, বিচার-বিশ্লেষণে ব্যস্ত রাজনৈতিক নেতৃত্ব। কালীপূজা উৎসবে মাতোয়ারা সাধারণ মানুষ। কিন্তু ভাগীরথী তীরবর্তী বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বিহারিয়া মঠপাড়া এলাকার মানুষের দুশ্চিন্তায় রাতের ঘুম বন্ধ। সন্ধ্যে ছটা থেকে শুরু হওয়া ভাঙ্গন ক্রমশ বৃদ্ধি পেয়েছে রাতে। চাষের জমি আমবাগান ভাগীরথী গর্ভে চলে যাওয়ার শোক ভোলেনি এলাকাবাসী, তারই মধ্যে আবারও দুশ্চিন্তা। জেলা পরিষদের পক্ষ থেকে বড় প্রকল্প গ্রহণ করলেও, এলাকার সাধারণ মানুষ তাদের জানার অধিকার থেকে বঞ্চিত এমনই অভিযোগ করলেন এলাকাবাসী। তাদের দাবি সাংবাদিকদের সংগৃহীত খবর প্রকাশিত হলে তাদের দুই একবার দর্শন পাওয়া যায় ভাগীরথীর তীরে, সান্তনা হিসাবে কিছু বালির বস্তা ছাড়া বিশেষ কিছুলক্ষ্য করা যায়নি বিগত এক বছরে।

যদিও এ বিষয়ে জেলা পরিষদের সদস্য নিমাই চন্দ্র বিশ্বাস জানান, সেচ দপ্তর এর নিয়ম অনুযায়ী প্রথমে জলের তলায় বালির বস্তা দিয়ে বাঁধন এর কাজ সম্পন্ন হওয়ার পর মানবর সেটা খেয়াল রাখতে হয় কি অবস্থায় আছে, সেই অনুযায়ী দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হয়। তবে নদীগুলি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার ভুক্ত হওয়ার কারণে তারা বড়োসড়ো টাকা অনুমোদন না করলে খুব বেশি কাজ করা সম্ভব হয় না তবুও রাজ্য সরকারের সেচ দপ্তর এবং জেলা পরিষদ বড়োসড়ো প্রকল্প রূপায়ণ করেছে। প্রথম ধাপের কাজ শেষ হয়েছে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে আগের কাজের পরিস্থিতি গতিবিধি লক্ষ্য করে।

Leave a Reply