পাটকাঠি দিয়ে ১৪ ইঞ্চি কালীমূর্তি তৈরি করে নজির গড়ল মুর্শিদাবাদের সন্দীপ গুঁই

News

সোশ্যাল বার্তা : উজ্জ্বল পাটতন্তু ছাড়িয়ে নেওয়ার পরে পড়ে থাকে পাটকাঠি বা প্যাকাটি যা গ্রামবাংলায় জ্বালানি হিসেবেই ব্যবহৃত হয়।পাটকাঠির অপূর্ব উজ্জ্বল রং ও উত্তম বৈশিষ্ট্যের সন্ধান আমরা কজনেই বা করে থাকি! অথচ উক্ত পরিবেশ বান্ধব নরম কাণ্ডও যে উৎকৃষ্ট শিল্পগুণসমৃদ্ধ হতে পারে তারই বাস্তবায়ন রূপ দিলেন মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের অন্তর্গত চক্ গ্রামের বাসিন্দা সন্দীপ গুঁই। সন্দীপবাবুর তৈরি পাটকাঠির শিল্প নিদর্শনটি নজর কেড়েছে আমজনতার। সম্প্রতি তিনি পাটকাঠি দিয়ে তৈরী করেছেন একটি কালীমূর্তি যার উচ্চতা ১৪ ইঞ্চি। জানা যায় কালী মূর্তিটি তৈরি করতে তিনি, একমাত্র উপাদান হিসেবে পাটকাঠিকেই বেছে নিয়েছেন।

উল্লেখযোগ্য বিষয় সন্দীপবাবুর তৈরি শিল্পকর্মটি ২০২১ মুর্শিদাবাদ জেলা হস্তশিল্প প্রতিযোগীতায় প্রথম স্হান অধিকার করেছে।

এর আগেও সন্দীপ বাবুর বিভিন্ন শিল্পকর্ম,যেমন পাটকাঠির রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর,,পাটের সুতোর দুর্গা,কালী ইত্যাদি মূর্ত্তি,,,রেশমের তৈরী বিখ্যাত মহাপুরুষদের মুখাবয়ব তথা সমগ্র কায়িক সৃষ্টিসম্ভার নজর কেড়েছেন আমজনতার ।

Leave a Reply