প্রীতম ভট্টাচার্য, নদীয়া: কোভিড আতঙ্কে শিশুদের মন ঘরে আবদ্ধ, স্কুল বন্ধ, শিশুমনে আতঙ্কের পরিবেশ। শিশুমন গ্রাস করেছে অনলাইন পড়াশুনা আর মোবাইল গেম।এক অসুস্থ পরিবেশ চারিদিকে। আলোর রোশনাই বাজির শব্দে চরিদিক যখন আনন্দে মাতোয়ারা।ঠিক তখনই কালীপুজো উপলক্ষ্যে চাপড়া কসমিক ক্লাব ও চাপড়া সাংস্কৃতিক গ্রুপের উদ্যোগে সমস্ত কোভিডবিধি মেনে এক বিরাট অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ক্লাবের উদ্যক্তরা।
পাঁচটা বিভাগে প্রতিযোগীদের অংশগ্রহন বেশ প্রশংসনীয়।ক্লাস প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহন করে।ক্লাবের সভাপতি অসীম কুমার দাস বলেন আমরা প্রতিবছর ক্লাবের পক্ষ থেকে আমরা অঙ্কন প্রতিযোগীতা, রক্তদান শিবির করে থাকি।ছোটোদের নিয়ে অঙ্কন প্রতিযোগীতায় বেশ সারা পেয়েছি এইবছর।