দেবু সিংহ,মালদা:-অপরাধ দমন করতে জেলা পুলিশের প্রচেষ্টায় আরো নতুন করে আটটি থানার গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে মালদা জেলা পুলিশ। জেলায় অপরাধ ক্রমশ বাড়ছে। জেলা পুলিশ রীতিমতো অপরাধকে দমন করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। জালনোট থেকে গরু পাচার, মাদক জাতীয় দ্রব্য উদ্ধার সবক্ষেত্রেই পুলিশের প্রচেষ্টায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
জনবহুল এই মালদা জেলায় জনসংখ্যা দিনে দিনে বাড়ছে। তাই মালদা জেলা পুলিশ নতুন করে আটটি থানার গড়ে তোলার ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। খুব শীঘ্রই সরকারের তরফ থেকে অনুমোদন পেলেই থানাগুলি পুনর্নির্মাণ করে গড়ে তোলা হবে। মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানান মালদা জেলার বর্তমানে ১৪ টি থানা একটি মহিলা থানা ও একটি সাইবার ক্রাইম থানার রয়েছে। জেলার হরিশচন্দ্রপুর, ইংলিশবাজার ,চাচল, কালিয়াচক, বৈষ্ণবনগর থানা গুলিকে বেশকিছু ভাগে ভাগ করা হবে।
হরিশ্চন্দ্রপুর থানা এলাকা ভেঙে তুলসিহাটা, ভালুকায় , নতুন থানা হবে । চাচোল ভেঙে আরেকটি ,মালতিপুর এলাকায় থানা হবে। কালিয়াচক এলাকায় সুজাপুর আরেকটি থানা হবে ।বৈষ্ণবনগর এলাকায় কুম্ভিরা তে একটি থানা হবে। গাজোল থানা এলাকায় দেওতলায় একটি থানা হবে,। কালিয়াচকের গোলাপগঞ্জ তদন্তকারী কেন্দ্র থেকে থানাতে রূপান্তরিত করা হবে ।পাশাপাশি ইংরেজবাজার থানা কে ভেঙে অমৃতিএকটি থানা হবে। শুধু তাই নয় জেলা পুলিশ সুপার জানান জলপথের দিক থেকেও জলপথেও থানা হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মানিকচক গঙ্গাতেও জলপথে থানা হবে যেখানে এসআই ,এসআই পুলিশ আধিকারিকরা নিযুক্ত থাকবেন।